গাজীপুরে পুকুর থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরারচালা গ্রামের একটি পুকুর থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরারচালা গ্রামের একটি পুকুর থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদের মধ্যে নাজমুলের (৮) মরদেহ আজ রোববার ভোর ৬টার দিকে পুকুরের পানিতে ভেসে ওঠে এবং তাওহীদুল ইসলাম সাইফের (১৭) মরদেহ গতকাল শনিবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল পানিতে খোঁজাখুঁজি করে উদ্ধার করে।

সাইফ স্থানীয় বহেরারচালা এলাকার তরিকুল ইসলাম দুলালের ছেলে। সাইফের মা তাহমিনা আক্তার স্থানীয় মাধখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবা দক্ষিণ বারতোপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সাইফ এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

নাজমুল পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মাঝিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে শ্রীপুরের আনসার রোড এলাকায় সপরিবারে ভাড়া থাকত। শিশুটির মা স্থানীয় মেঘনা হুইলস কারখানায় চাকরি করেন। নাজমুল স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

শ্রীপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘গতকাল দুপুরে অন্যান্য বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় তারা। পুকুরের গভীরতা আনুমানিক ২৫ ফুট। গোছল করতে গিয়ে সাইফ ও নাজমুল হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা ওই পুকুরে দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরীদল রাত সাড়ে ৯টার দিকে পুকুর থেকে সাইফের মরদেহ উদ্ধার করে। রাত প্রায় ১০টা পর্যন্ত তল্লাশি চালিয়েও নাজমুলের কোনো খোঁজ না পাওয়ায় এবং অন্ধকারের কারণে অভিযান স্থগিত রাখা হয়। আজ ভোর ৬টার দিকে নাজমুলের মরদেহ পুকুরে ভেসে উঠে।’

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

9h ago