ফোনে ডেকে যুবককে গুলি করে হত্যা
নরসিংদী শহরে ফোন করে ডেকে নিয়ে এক যুবককে গুলি করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে শহরের ব্রাহ্মন্দী খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন (৩৫) শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফায়েজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, ‘পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সঙ্গে প্রতিপক্ষ শাহীনের বিরোধ ছিল। এরই জেরে শাহীন ফোন করে আমির হোসেনকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে শহরের খালপাড় কলেজ রোড এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমির হোসেনকে গুলি করে পালিয়ে যায় শাহীন।’
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও উল্ল্যেখ করেন তিনি।
Comments