২৪ ঘণ্টায় পরীক্ষা ১১৯৩৪, শনাক্ত ১৮৯৭, মৃত্যু ৪২
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪২ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ২৪৮ জন।
একই সময়ে ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৮৯৭ জনকে শনাক্ত করা হয়েছে।
এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন লাখ ১০ হাজার ৮২২ জনে দাঁড়াল।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ।
শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৯৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
Comments