ভেঙে যাচ্ছে নেইমার-নাইকির ১৫ বছরের বন্ধন

বয়সটা তখন মাত্র ১৩। ভবিষ্যৎ বড় তারকা হওয়ার সব সম্ভাবনাই ছিল নেইমারের মধ্যে। হয়েছেনও। যে কারণে সে বয়সেই এ ব্রাজিলিয়ান তারকাকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায় বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। ১৫ বছর পর সে সম্পর্ক আর থাকছে না তাদের মধ্যে। নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
আগামী সোমবার থেকেই নাইকির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে নেইমারের। বার্তা সংস্থা এএফপিকে আগের দিন এ প্রসঙ্গে নাইকির মুখপাত্র জস বেনেডেক বলেছেন, 'আগামী ৩১ আগস্ট থেকে নেইমার আর নাইকির ক্রীড়া ব্যক্তিত্ব নন।' তবে ঠিক কী কারণে হঠাত করে তাদের মধ্যে সম্পর্ক ভাঙছে তা জানায়নি তারা।
নেইমারের সঙ্গে যে নাইকির চুক্তিটা ভাঙতে যাচ্ছে তা আগেই জানিয়েছিল ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দিয়ারিও দো পিক্সি। তবে তারাও জানাতে পারেনি হঠাত কী কারণে সম্পর্ক ভাঙছে তাদের। এ প্রসঙ্গে কোনো কথা বলেননি নেইমারও। এমনকি বিষয়টি ঠিকভাবে জানেনও না বলে জানিয়েছিলেন এ পিএসজি তারকা।
তবে আরেক ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএলের সংবাদ অনুযায়ী, দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই আগেভাগে চুক্তি বাতিল হচ্ছে। নাইকি চেয়েছিল চুক্তির মেয়াদ বাড়াতে। এ নিয়ে অনেক দিন ধরেই নেইমারের কমিউনিকেশন দলের সঙ্গে প্রতিষ্ঠানটির আলোচনা চলছিল। নেইমারের তরফ থেকে টাকার অঙ্ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। কিন্তু নাইকি তাতে সাড়া দেয়নি।
২০০৫ সালে সান্তোসে থাকাকালীন সময়ে নেইমারের সঙ্গে প্রথম চুক্তি করে নাইকি। এরপর ২০১১ সালে টাকার অঙ্ক বাড়িয়ে ১০ কোটি ৫০ লাখ ডলারে নতুন চুক্তি করে তারা। এ চুক্তির মেয়াদ ছিল ২০২২ সাল পর্যন্ত। কিন্তু দুই বছর আগেই চুক্তি বাতিল করে সংস্থাটি।
এদিকে, জানা গেছে নাইকির সঙ্গে চুক্তি বাতিল করে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন নেইমার। দুই পক্ষের মধ্যে আলোচনাও চূড়ান্ত। যদিও এখন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি কোনো পক্ষই।
Comments