রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী আহত
রাজধানীর লালবাগ কেল্লার সামনে ছুরিকাঘাতে বাপ্পি (২০) নামের এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত বাপ্পিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
আহতের স্বজনরা জানান, বাপ্পির বাড়ি শরীয়তপুরের জাজিরা সৈয়লকান্দি গ্রামে। তার বাবার নাম মালেক মাদবর। তিনি শরীয়তপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র।
তার বন্ধু মো. সাগর বলেন, ‘গতকাল সে গ্রামের বাড়ি থেকে লালবাগ শহীদনগরে চাচায় বাসায় আসে বেড়াতে আসে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাপ্পি, আমি ও আমাদের বন্ধু আবেদ মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হই। লালবাগ কেল্লার মোড়ে মোটরসাইকেল রেখে পাশেই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম আমরা। এ সময় ১৫-২০ জন যুবক এসে আমাদের মারধর করতে শুরু করে। তাদের শরীরে কালো পোশাক ও লাল নীল ফিতা জড়ানো ছিলো। তারা আমার কাছ থেকে মোবাইল, আবেদের কাছ থেকে মানিব্যাগ ও বাপ্পির কাছ থেকে ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে নেয়। ক্যামেরা দিতে না চাওয়ায় তারা বাপ্পির বুকে পেটে ও হাতে ৪টি ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘বাপ্পির শরীরে ৪টি ছুরিকাঘাত আছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শরীরে কালো পোশাক, লাল নীল ফিতা জড়ানো ছিলো বলে জানতে পেরেছি।’
Comments