মানিকগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ

ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টায় ইউপি সদস্যসহ অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের শিবালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য এবং ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেন।

ওসি ফিরোজ কবির জানান, গতকাল (শনিবার) সকাল ১০টার দিকে ভুক্তভোগী শিশুকে পার্শ্ববর্তী একজনের ফাঁকা বাড়ির রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত প্রতিবেশী। পরে শিশুটির কান্নার শব্দে স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনা ধামাচাপা দিতে রাত ১০টার দিকে গ্রাম্য সালিশ বসায় স্থানীয় ইউপি সদস্য। কিন্তু, পিতৃহীন ওই শিশুর মা আপোষ-মীমাংসায় রাজি না হওয়ায় তাকে নানা প্রলোভন ও চাপ প্রয়োগ করতে থাকেন ওই ইউপি সদস্য এবং তার সহযোগীরা।

‘খবর পেয়ে রাত একটার দিকে ওই ভুক্তভোগীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে ইউপি সদস্য ও ধর্ষণের অভিযুক্ত ব্যক্তিকে রাত দুইটার দিকে গ্রেপ্তার করা হয়,’ বলেন ওসি।

এ ঘটনায় আজ সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত ব্যক্তি ও ইউপি সদস্যের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে অভিযোগ দায়ের করেন বলেও জানান তিনি।

তারা পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছে উল্লেখ করে ওসি বলেন, ‘আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে।’

Comments

The Daily Star  | English

SC stays Khaleda's 10-year jail term in graft case

The Appellate Division of the apex court also allowed Khaleda to move an appeal before the court challenging the HC verdict

18m ago