বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় ছয় ধাপ এগিয়েছে চট্টগ্রাম
২০১৯ সালে কনটেইনার পরিবহনের হিসাবে ব্যস্ততম বন্দরের তালিকায় ছয় ধাপ এগিয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। বিশ্বের ১০০ ব্যস্ততম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থান ৫৮। বন্দর এবং শিপিং বিষয়ক প্রাচীনতম জার্নাল লয়েড’স লিস্ট এই তালিকা প্রস্তুত করেছে।
সম্প্রতি ১০০ বন্দরের ২০২০ সালের সংস্করণ প্রকাশ করেছে জার্নালটি। এই তালিকা তৈরিতে ২০১৯ সালের অভিজাত বন্দরগুলোর কনটেইনার পরিবহনের সংখ্যাকে বিবেচনা করা হয়।
জার্নালটির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে ২০১৯ সালে ৩,০৮৮,১৮৭ টিইইউ কনটেইনার পরিচালনা করেছে, ২০১৮ সালে যার পরিমাণ ছিল ২,৯০৩,৯৯৬ টিইইউ। তাই আগের থেকে এই বন্দরে কনটেইনার পরিবহনের বার্ষিক হার ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
ফলে, চট্টগ্রাম বন্দর ২০১৮ সালের অবস্থান থেকে ৬ ধাপ এগিয়েছে। ২০১৭ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৭০, ২০১৬ তে ছিল ৭১, ২০১৫ তে ৭৬ এবং ২০১৪ তে ছিল ৮৭তম।
জার্নাল জানিয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক বাণিজ্যের কারণে চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিবহন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ বলেন, ‘বন্দরের কনটেইনার পরিবহন বৃদ্ধির মূল কারণ দেশের অর্থনৈতিক অগ্রগতি।’
এ সময় বন্দরের সুষ্ঠু পরিচালনায় ভূমিকা রাখার জন্য সরকারের পাশাপাশি বন্দর ব্যবহারকারীদের ধন্যবাদ জানান তিনি।
বিশ্বের ১০০ ব্যস্ত বন্দরের মধ্যে চীনের সাংহাই বন্দর ২০১৯ সালে ৪৩ দশমিক ৩০ মিলিয়ন টিইইউ নিয়ে শীর্ষ স্থানে আছে।
এই তালিকায় মোট ২৫টি চীনা বন্দর স্থান পেয়েছে। যেখানে শ্রীলঙ্কার কলম্বো বন্দর গত দুই বছরে (২০১৯ এবং ২০১৮) ২৪তম স্থান ধরে রেখেছে।
তালিকায় থাকা ভারতের দুই বন্দর জওহরলাল নেহেরু বন্দর ৩৩তম এবং মুন্ড্রা ৩৭তম অবস্থানে আছে।
পাকিস্তানের করাচি বন্দরের থেকে চট্টগ্রাম বন্দর ২৭ ধাপ এগিয়ে আছে। করাচির অবস্থান ৮৫তম।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর দেশের মোট কনটেইনার পরিবহনের ৯৮ শতাংশ পরিচালনা করে। বাকিগুলো পরিচালনা করে মংলা বন্দর।
Comments