হাফিজ, বাবরদের ম্লান করে মরগ্যান ঝড়

Eoin Morgan

বাবর আজম, মোহাম্মদ হাফিজের ব্যাটে বিশাল সংগ্রহ পেয়েছিল পাকিস্তান। বড় রান তাড়ায় দুর্দান্ত শুরু পায় ইংল্যান্ডও। পরে মাঝপথে পরপর দুই ওপেনারকে হারিয়ে ধাক্কা খেয়েছিল তারা। কিন্তু অধিনায়ক ইয়ন মরগ্যান নেমে তছনছ করে দেন পাকিস্তানি বোলিং। তাণ্ডব চালিয়ে দলকে পাইয়ে দেন রেকর্ড গড়া জয়।

ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ড। পাকিস্তানের করা ১৯৫ রান ৫ বল আগেই পেরিয়ে যায় স্বাগতিকরা। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডও এটি। 

এতে তিন ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টিতে পণ্ড হওয়ার পর এই জয়ে সিরিজেও এগিয়ে গেল ইংল্যান্ড। 

১৯৬ রানের হিসাব মিলাতে নেমে ঝড়ো শুরু পান টম ব্যান্টন ও জনি বেয়ারস্টো। পাওয়ার প্লেতে ওভারপ্রতি দশের উপর রান আনেন তারা। দলের ৬৬ রানে ২৪ বলে ৪৪ করে লেগ স্পিনার শাদাব খানের বলে ক্যাচ দিয়ে ফেরেন বেয়ারস্টো। 
 
পরের বলেই কিছুটা ধীরে খেলতে থাকা আরেক ওপেনার ব্যান্টন ফেরেন এবলিডব্লিও হয়ে। 
 
এরপরই ডেভিড মালানকে নিয়ে ম্যাচের নাটাই হাতে নিয়ে নেন ইংল্যান্ড অধিনায়ক। দুই বাঁহাতি মিলে পাকিস্তানের বোলিং করে দেন ধারহীন। তিনে নামা মালান থেকে অনেক বেশি আগ্রাসী ছিল মরগ্যানের ব্যাট। দলকে জয়ের কাছে নিয়ে আউট হওয়ার আগে ৩৩ বলে ৬ চার, ৪ ছক্কায় ৬৬ করেন তিনি। 
 
মালান অবশ্য ৩৬ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। 
 
এর আগে টস হেরে ব্যাটিং পাওয়া পাকিস্তান দারুণ শুরু পায় তাদের অধিনায়কের ঝলকে। ফখর জামানকে নিয়ে চাহিদামত শুরু এনে দেন তিনি। ওপেনিংয়ে ৭২ রানের জুটিই গড়ে দেয় বড় পূঁজির ভিত। ফখর ২২ বলে ৩৬ করে ফিরলেও বাবর ৪৪ বলে করেন ৫৬ রান। 
 
বাকিটা এগিয়ে নেওয়ার পুরো কৃতিত্ব মোহাম্মদ হাফিজের। অভিজ্ঞ এই ক্রিকেটার স্যাম কারানের বলে আউট হওয়ার আগে মাত্র ৩৬ বলে করেছেন ৬৯ রান। তার ব্যাটেই মূলত দুশোর কাছে যায় পাকিস্তানের সংগ্রহ। যদিও এরচেয়েও বেশি আগ্রাসী হয়ে উঠা মরগ্যানের ব্যাটের ঝাঁজে ম্লান হতে হয়েছে সফরকারীদের।

 
মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।
 

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

8m ago