প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার আরও অবনতি

প্রণব মুখার্জী। ছবি: সংগৃহীত

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের পর তার এ পরিস্থিতি হয়েছে বলে আজ সোমবার জানিয়েছে দিল্লির এক হাসপাতাল।

এ মাসের শুরুর দিকে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকেই কোমায় আছেন তিনি।

আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটাল এক বিবৃতিতে জানিয়েছে, ‘গতকালের তুলনায় সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে তার “সেপটিক শক” দেখা দিয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাকে পর্যবেক্ষণ করছেন। তিনি গভীর কোমায় আচ্ছন্ন আছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।’

এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত প্রণব মুখার্জীর মস্তিষ্কে রক্ত জমাট বেধে যাওয়ায় অস্ত্রোপচার করা হয়।

প্রণব মুখার্জী (৮৪) ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন।

Comments