বার্সেলোনার সমালোচনায় ভিদাল

উত্তপ্ত পরিস্থিতির জন্য ক্লাবটির ব্যবস্থাপনার অনেক গলদকে দায় দিচ্ছেন বার্সার অন্যতম সিনিয়র খেলোয়াড় আর্তুরো ভিদাল।

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না ফুটবল ক্লাব বার্সেলোনার। মৌসুমটা কেটেছে শিরোপা ছাড়াই। মাঠের বাইরের নানা কাণ্ডেও কম সমালোচনা শুনতে হচ্ছে না দলটিকে। বিশেষ করে, অধিনায়ক লিওনেল মেসির দল ছাড়া নিয়ে পরিস্থিতি টালমাটাল। এর জন্য ক্লাবটির ব্যবস্থাপনার অনেক গলদকে দায় দিচ্ছেন বার্সার অন্যতম সিনিয়র খেলোয়াড় আর্তুরো ভিদাল।

ফুটবল বিশ্বের অন্যতম প্রতিষ্ঠিত ক্লাব হলেও বার্সেলোনার মানসিকতাতেই সমস্যা দেখছেন ভিদাল। সম্প্রতি ইউটিউবে দানিয়েল হাবিফের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক কোচ কিকে সেতিয়েনের দুর্বল পরিকল্পনা সম্পর্কে তিনি বলেছেন, 'বার্সেলোনা এমন কিছু কাজ করেছে, যা শীর্ষ পর্যায়ের কোনো ক্লাবের সঙ্গে যায় না। এটা (তখন) বোঝা যায়, যখন আপনি ভালো মানের একটা দলের বিপক্ষে খেলেন- একটা দল, যাদের জেতার মানসিকতা আছে, যাদের খেলোয়াড়রা শারীরিকভাবে প্রস্তুত, যাদের ম্যাচ জেতার একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে, (যারা) শক্তিশালী। তখন আপনি বুঝতে পারবেন, আমরা শক্তি ও নেতৃত্বের দিকে কতটা দুর্বল এবং এটাই হয়েছে।'

তাই ক্লাবটির মানসিকতা পরিবর্তনের তাগিদ দিলেন এ চিলিয়ান মিডফিল্ডার, 'এটা শুধু খেলোয়াড়দের ব্যাপার নয়। তবে বড় কিছু হচ্ছে, যা হওয়া উচিত নয়। ক্লাবটিকে সব দিক থেকে উন্নতি করতে হবে। তবে এটা সহজ নয়। এমন না যে এটা চলে আসবে আর আপনি ভালো কিছু জিনিস নিয়ে নেবেন। প্রথমে বার্সেলোনাকে তাদের মানসিকতা বদলাতে হবে। কারণ, এর মধ্যে ফুটবলে অনেক পরিবর্তন এসেছে। শুধু ডিএনএ'র (প্রতিভা) ওপর ভরসা করলে চলবে না। অন্যান্য ক্লাবগুলো এটা ছাড়াও অনেক দিক দিয়ে উন্নত হচ্ছে। ফুটবল এখন অনেক বেশি শারীরিক খেলা, গতি ও শক্তির ওপর অনেক বেশি নির্ভর করে। কিছু কিছু ক্ষেত্রে শুধু টেকনিক্যাল সামর্থ্যের ওপর ভরসা করলে চলে না।'

একটা শীর্ষস্থানীয় ক্লাবে মাত্র ১৩ জন পেশাদার খেলোয়াড় থাকার বিষয়টি কিছুতেই মানতে পারছেন না ভিদাল, 'বার্সেলোনাকে অনেক কিছুরই পরিবর্তন করতে হবে। একটা ক্লাব, যেটা আমার মনে হয় বিশ্বের সেরা ক্লাবের একটা, সেখানে কখনোই ১৩ জন পেশাদার খেলোয়াড় থাকতে পারে না। বাকি সব যুব দলের খেলোয়াড়। ব্যাপারটা এমন নয় যে যুবদলের খেলোয়াড়দের সামর্থ্য নেই দলে থাকার। ব্যাপারটা হলো প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এর চেয়ে ভালো স্কোয়াডের দরকার। প্রতি ক্লাবেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৩ জন করে খেলোয়াড় থাকে।'

দলে মেসির মতো সেরা খেলোয়াড় থাকলেও তাকে সাহায্য করার জন্য মান সম্পন্ন খেলোয়াড় প্রয়োজন বলে মনে করেন তিনি, 'সবাই নিয়মিত উন্নতি করছে। ভালো করছে। কিন্তু আপনি যখন উন্নতি করবেন না, তখন শুধু ডিএনএ'র ওপর ভরসা করলে চলবে না। এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আমাদের ক্লাবে অনেক ভালো খেলোয়াড় আছে। আমাদের দলে মেসি আছে যে কি-না সবার সেরা এবং ভিনগ্রহের এক খেলোয়াড়। কিন্তু তারও সাহায্য লাগে। ওর সঙ্গে খেলানোর জন্য বেশ কিছু মানসম্পন্ন খেলোয়াড় লাগবে, যারা দলকে উন্নত করতে পারে ও ভালো ফল নিয়ে আসতে পারে।'

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago