মানিকগঞ্জে রাস্তা থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরের রাস্তা থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের সানাইলের রাস্তা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর নাম ইতি রংদার (৩৫)। তিনি ওই গ্রামের সুনীল রংদারের স্ত্রী এবং ৩ সন্তানের মা।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে নিজের বাড়িতেই ঘুমিয়েছিলেন ইতি। কিন্তু, আজ ভোরে স্থানীয় লোকজন প্রতিবেশীর বাড়ির সামনের রাস্তার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে জানান। এ খবর জানার পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের মেয়ে কলেজ শিক্ষার্থী মুক্তি রংদার বলেন, ‘ওই রাতে আমি চাচার বাড়িতে ঘুমিয়েছিলাম। সকালে মায়ের মৃত্যুর খবর পাই।’
নিহতের স্বামী সুনীল রংদার বলেন, ‘আমার স্ত্রীর ডায়াবেটিক রোগ থাকায় প্রতিদিন সকালে হাঁটতে বের হয়। আজ সকালে প্রতিবেশীদের ডাকে ঘুম থেকে উঠে রাস্তার ওপর তার রক্তাক্ত মরদেহ দেখতে পাই।’
সিংগাইর থানার এসআই মো. ফারুক হোসেন বলেন, ‘নিহতের ঘাড়ে ও চোয়ালে দুটি গভীর কোপের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও সন্তানদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের রক্তাক্ত মরদেহটি তারই বাড়ির পাশের রাস্তায় পাওয়া গেছে। এই খুনের নেপথ্যের ঘটনা কী অথবা কে বা কারা জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে।’
Comments