বরিশালে অনুমোদনহীন প্রতিষ্ঠানের মাধ্যমে হেপাটাইটিস বি টিকা প্রদান, ৫ জনের কারাদণ্ড

বরিশালে অনুমোদনহীন প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে জনসাধারণকে টাকার বিনিময়ে হেপাটাইটিস বি টিকা প্রদানের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তারের পরে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের কাছ থেকে টিকা প্রদানের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে নগরীর টিটিসি লেনে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অভিযুক্তরা কেউ মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না। তাদের কোনো অনুমোদন বা লাইসেন্স নেই। টিকা দেওয়ার নিয়ম-কানুন সম্পর্কেও জানে না। জিজ্ঞাসাবাদে তারা টিকাদানের নিয়ম সম্পর্কে ভুল উত্তর দেন।’
‘জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা হাবিব নামক এক ব্যক্তির থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের অনুমোদনহীন একটি প্রতিষ্ঠানের লাইসেন্স কেনেন (যদিও তার সঠিক কাগজ দেখাতে পারেননি)। এভাবে কোনো ব্যক্তি থেকে লাইসেন্স কেনার নিয়ম বা বিধান নেই,’ বলেন জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, ‘এই চক্রটি প্রায় এক বছর ধরে মানুষের বাড়ি গিয়ে নানাভাবে বিভ্রান্ত করে টিকা দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে।’
পরে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৮ ধারা অনুযায়ী প্রতারণা এবং ভুয়া নিবন্ধন দাবি চক্রের মূল হোতা মো. আল আমিনকে ছয় মাস এবং তার চার সহযোগী সাব্বির হোসেন, ইমতিয়াজ আহমেদ, রিম্পা, সম্পাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে বরিশাল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মুন্সী মুবিনুল হক প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
Comments