অস্ট্রেলিয়ার বিপক্ষেও টি-টোয়েন্টিতে ঠাঁই হয়নি রুটের

সোমবার সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ১৩ জনের ওয়ানডে ও ১৪ জনের টি-টোয়েন্টি দল দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)
joe root
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি দলে জায়গা পাননি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে আছেন তিনি। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন জস বাটলার, জোফরা আর্চার ও মার্ক উড।

সোমবার সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ১৩ জনের ওয়ানডে ও ১৪ জনের টি-টোয়েন্টি দল দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাতে পাকিস্তানের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে জায়গা না পাওয়া রুট অসিদের বিপক্ষেও ফিরতে পারেননি।

বাবার অসুস্থতায় নিউজিল্যান্ড যাওয়া অলরাউন্ডার বেন স্টোকস নেই অনুমিতভাবেই।

টেস্ট সিরিজ খেলার পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন জস বাটলার, জোফরা আর্চার আর মার্ক উড। গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারই ফিরেছেন দলে।

তারা ফেরায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে থাকা সাকিব মাহমুদ আর ডেভিড উইলি বাদ পড়েছেন দল থেকে। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে থাকতে না পারা বিস্ফোরক ব্যাটসম্যান জেসন রয় নেই অস্ট্রেলিয়ার বিপক্ষেও। 

সাউদাম্পটনের রোজ বৌলে শুক্রবার টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ এই ভেন্যুতেই খেলা হবে। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজ পুরোটাই হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে।

করোনাভাইরাসের কারণে দর্শকশূন্য মাঠ আর জৈব সুরক্ষিত পরিবেশে ইসিবি আয়োজন করছে মৌসুমের টানা তৃতীয় সিরিজ।  এই সিরিজ দিয়েই করোনার স্থবিরতা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টির ইংল্যান্ড দল: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, মার্ক উড।

ওয়ানডের ইংল্যান্ড দল: ইয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, আদিল রশিদ, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড।

Comments