প্রণব মুখার্জির মৃত্যুতে বিএনপির শোক

উপমহাদেশের খ্যাতিমান রাজনীতিবিদ ও ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

উপমহাদেশের খ্যাতিমান রাজনীতিবিদ ও ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ সোমবার এক শোকবার্তায় দলটি জানিয়েছে, পৃথিবী থেকে তার এই বিদায় গভীর দুঃখ ও বেদনার।

তার মৃত্যুতে ভারতবাসীর মতো বাংলাদেশের জনগণ ও বিএনপি সমানভাবে সমব্যথী বলে বিএনপি জানায়।

প্রণব মুখার্জি উপমহাদেশের একজন বর্ষীয়ান, অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিলেন উল্লেখ করে শোকবার্তায় বলা হয়, বাংলাদেশকে তিনি প্রীতি ও শুভেচ্ছার দৃষ্টিতে দেখতেন।

দলটি তার আত্মার শান্তি কামনা করেছে এবং তার পরিবার, গুণগ্রাহী ও ভারতবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Comments