বার্সেলোনা-রিয়াল প্রথম লড়াই ক্যাম্প ন্যুতে
ইউরোপে তো বটেই, ক্লাব পর্যায়ে গোটা বিশ্বে সবচেয়ে আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ ম্যাচ হিসেবে পরিচিত ‘এল ক্লাসিকো’। সেখানে মুখোমুখি হয়ে থাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমে লা লিগায় তাদের প্রথম লড়াইটি হবে ক্যাম্প ন্যুতে।
সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে স্পেনের পেশাদার ফুটবলের শীর্ষ স্তরের ২০২০-২১ মৌসুমের সূচি প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ।
বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ‘এল ক্লাসিকো’ অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। ফিরতি পর্বে আগামী ১১ এপ্রিল রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে দল দুটি।
লা লিগার ৯০তম মৌসুম শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। প্রতিযোগিতাটির পর্দা নামবে আগামী বছরের ২৩ মে।
প্রথম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন ও লিগের সফলতম ক্লাব রিয়ালের নিজেদের মাঠে গেতাফের বিপক্ষে খেলার কথা ছিল। নবাগত এলচেকে আতিথ্য দিয়ে আসর শুরু করার কথা ছিল বার্সেলোনার। তবে ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় তুলনামূলক বেশি দিন টিকে থাকার কারণে বিশ্রাম দেওয়া হয়েছে দল দুটিকে।
নতুন মৌসুমে রিয়ালের প্রথম ম্যাচ আগামী ২০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। বার্সার প্রথম ম্যাচ ভিয়ারিয়ালের বিপক্ষে, আগামী ২৭ সেপ্টেম্বর।
শেষ (৩৮তম) রাউন্ডে এইবারের মুখোমুখি হবে বার্সা। রিয়াল খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে।
Comments