পিডিপি চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশির দাফন বিকালে

প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশি গতকাল সোমবার ৭৯ বছর বয়সে মারা গেছেন। আজ বিকালে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
ফেরদৌস আহমেদ কোরেশি। ছবি: সংগৃহীত

প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশি গতকাল সোমবার ৭৯ বছর বয়সে মারা গেছেন। আজ বিকালে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

পিডিপির সাধারণ সম্পাদক এমএ হোসেন জানান, ২০১৫ সালে স্ট্রোকের পর থেকেই ফেরদৌস আহমেদ কোরেশি বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। গতকাল বিকালে রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ বাদ আছর নামাজে জানাজা শেষে তাকে ফেনীর দাগনভূঁইয়া উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ফেরদৌস আহমেদ কোরেশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের (ডাকসু) সহ-সভাপতি এবং ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ছাত্র নেতা হিসেবে ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় একজন সংগঠক এবং সাংবাদিক ছিলেন।

Comments

The Daily Star  | English

‘Independents’ will stay in race

Says Hasina in face of 14-party allies’ demand for ‘cakewalk’ in shared seats

11h ago