অক্টোবরে ৪ মডেলের ফাইভজি আইফোন!

আগামী অক্টোবরে চার মডেলের ফাইভজি ফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে অ্যাপল।
iPhones
ছবি: সংগৃহীত

আগামী অক্টোবরে চার মডেলের ফাইভজি ফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে অ্যাপল।

অ্যাপলের সঙ্গে সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ব্লুমবার্গ আজ মঙ্গলবার জানায়, পঞ্চম প্রজন্মের এই ফোনগুলোর ডিজাইন ভিন্ন তো হবেই, পাশাপাশি থাকবে স্ক্রিনের আকার বেছে নেওয়ার ‍সুযোগ।

প্রতিবেদনে বলা হয়, বছরের বাকি দিনগুলোর জন্যে অন্তত সাড়ে ৭ কোটি ফাইভজি আইফোন বানানোর প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। আইফোনের যন্ত্রাংশ সরবরাহকারীদের সেভাবেই নির্দেশনা দিয়েছে প্রযুক্তিমুঘল সংস্থাটি।

অ্যাপলের এমন নির্দেশনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বিশ্বব্যাপী করোনা মহামারি ও অর্থনৈতিক মন্দায় সংস্থাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যটির বিক্রি থেমে ছিল।

ক্যালিফোর্নিয়া-ভিত্তিক প্রযুক্তি সংস্থা দ্য কুপারটিনোর ধারণা চলতি বছরে বাজারে নতুন প্রজন্মের আইফোনের চাহিদা ৮ কোটি হতে পারে।

শুধু নতুন মডেলের আইফোন নয়, অ্যাপল কাজ করছে নতুন মডেলের আইপ্যাড এয়ার। এতে থাকবে আইপ্যাপ প্রোর মতো স্ক্রিন। এছাড়াও, অ্যাপল ওয়াচেরও দুটি নতুন সংস্করণও বাজারে ছাড়াও প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

তবে এসব বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি অ্যাপলের এক মুখপাত্র।

Comments

The Daily Star  | English
Rice price in Bangladesh is rising and the rate of coarse grain has crossed Tk 50 a kilogramme nearly after a year

How much do the poor pay for rice? At least Tk 50 a kg

Rice price in Bangladesh is rising and the rate of coarse grain has crossed Tk 50 a kilogramme nearly after a year

6h ago