ভিয়েতনামফেরত ৮১ বাংলাদেশি কারাগারে

ভিয়েতনামফেরত ৮১ বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার কাতারফেরত আরও দুই জনসহ মোট ৮৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Bangladeshi_returnees.jpg
৮৩ বাংলাদেশিকে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। ছবি: সংগৃহীত

ভিয়েতনামফেরত ৮১ বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার কাতারফেরত আরও দুই জনসহ মোট ৮৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম আসামিদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান।

তিনি আদালতকে জানান, ৮১ বাংলাদেশি ভিয়েতনামে নানা ‘অপরাধমূলক কর্মকাণ্ডে’ জড়িয়ে পড়েছিল। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

১৪ দিনের কোয়ারেন্টিন শেষে আজ সকালে ভিয়েতনাম ও কাতারফেরত ৮৩ বাংলাদেশিকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গত গত ১৮ আগস্ট তারা দেশে ফিরে আসেন। এরপর তাদের দিয়াবাড়ি আইসোলেশন সেন্টারে রাখা হয়েছিল।

আরও পড়ুন:

ভিয়েতনামফেরত ৮১ বাংলাদেশিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ

Comments

The Daily Star  | English
Electricity price hike

40MW electricity import from Nepal gets govt nod

The government approved the purchase of 40 megawatts of electricity from Nepal using the power grid of India.

1h ago