সিনেমায় ওমর সানীর ৩০ বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি
দর্শকপ্রিয় চিত্রনায়ক ওমর সানী বাংলা সিনেমায় ৩০ বছর অতিবাহিত করলেন। নব্বই দশকের শুরুতে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। নায়ক ছাড়াও তাকে নানামাত্রিক চরিত্রেও দেখা গেছে।
অভিনয় জীবনের শুরুতে ওমর সানী পরিচালক ফখরুল হাসান বৈরাগীর ‘অগ্নিপথ’, আফতাব খান টুলুর ‘আমার জান’, নূর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ নামের তিন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেটা ১৯৯০ সালের কথা।
তবে ওমর সানী অভিনীত প্রথম ছবি ‘চাঁদের আলো’ মুক্তি পায় ১৯৯৩ সালে। শেখ নজরুল ইসলাম পরিচালিত এই ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন মুক্তি। ছবিটির ‘তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয় হয়েছিল।
ওমর সানী প্রায় ১৭০টি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় জীবনে নায়িকা হিসেবে পেয়েছেন চম্পা, অঞ্জু ঘোষ, মৌসুমী, শাবনূর, লিমা, পপি, শাহনাজ, শিল্পী, ঋতুপর্ণাসহ আরও অনেককেই।
অভিনেত্রী স্ত্রী মৌসুমীর সঙ্গেই ৪০টির বেশি ছবিতে নায়ক হয়েছেন তিনি। এগুলোর মধ্যে অন্যতম হলো: ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘রঙিন রংবাজ’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘শান্তি চাই’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘সংসারের সুখ দুঃখ’ ও ‘কথা দাও’।
এছাড়া অন্য অভিনেত্রীদের মধ্যে শাবনূরের বিপরীতে ‘অধিকার চাই’, ‘রঙিন নয়নমণি’ ও ‘কে অপরাধী’। শাহনাজের বিপরীতে ‘চালবাজ’, পপির সঙ্গে ‘কুলি’ ছবিগুলো ব্যবসাসফল হয়েছিল।
ওমর সানী ও অভিনেত্রী মৌসুমী ১৯৯৬ সালে বিয়ে করেন। এই দম্পতির ঘরে রয়েছে ফারদিন ও ফাইজা নামে দুটি সন্তান।
ত্রিশ বছর সিনেমায় অভিনয় জীবনে প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে দ্য ডেইলি স্টার অনলাইনকে ওমর সানী বলেন, ‘আমার অভিনয় জীবনের সেরা প্রাপ্তি দর্শকের ভালোবাসা। এখনও তারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন। এর চেয়ে সুন্দর পাওয়া কী হতে পারে? অপ্রাপ্তিগুলো নিয়ে ভাবতে চাই না। অপ্রাপ্তি সবসময়ই বেদনার। সেসব এড়িয়ে ভালো থাকার চেষ্টা করতে হয়।’
Comments