রূপগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মমতাজ বেগম (৩৮) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী রঞ্জু মিয়াকে (৪৫) আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাসাবো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত মমতাজ মুন্সিগঞ্জ গাঁওদিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গলাকাটা অবস্থায় গৃহবধূর মরদেহ তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রঞ্জু মিয়াকে আটক করা হয়েছে।’
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘পরিবারের অভিযোগ পারিবারিক কলহের জেরে গতকাল রাতে রঞ্জু মিয়া স্ত্রী মমতাজকে হত্যা করেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
Comments