বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলা: জামায়াত নেতা শামসুলসহ কারাগারে ৬
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলায় জামায়াতে ইসলামী চট্টগ্রামের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামসহ ছয় জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত নাকচ করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। শামসুল ইসলাম সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও।
অন্য জামাত নেতারা হলেন- আহসান উল্ল্যাহ, মাহবুব রহমান, কাওসার আহমেদ, নিজাম উদ্দিন ও মোহাম্মদ শফিউল আলম।
চটগ্রাম আদালতের কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জী দ্য ডেইলি স্টারকে বলেন 'সীতাকুন্ড থানার মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন আ ন ম শামসুল ইসলামসহ ৬ জন। জামিন শেষ হওয়ায় আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাদের জেল হাজতে পাঠান।'
গত ২৪ ফেব্রুয়ারি সীতাকুণ্ড থানায় মামলাটি করেছিলেন আইনজীবী কামাল উদ্দিন। মামলায় অভিযোগ করা হয়, ২৯ জানুয়ারি সকালে আসামিদের প্ররোচনায় ছাত্রশিবিরের কর্মীরা আইআইইউসি ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যালয়ে গিয়ে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে।
Comments