পাঁচ মাস পর দেশে ফিরলেন সাকিব
যুক্তরাষ্ট্রে দীর্ঘ পাঁচ মাস কাটিয়ে দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। আজ বুধবার ভোরে ঢাকায় নেমেই বনানীর বাসাই আইসোলেশনে আছেন তিনি। নিয়ম অনুযায়ী কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেগেটিভ এলে ব্যক্তিগত উদ্যোগে প্রস্তুতি শুরু করবেন অক্টোবরে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের সেরা ক্রিকেটার।
সাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ভোর রাত তিনটার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে নামেন তিনি। দ্বিতীয় সন্তানের পৃথিবীতে আগমন উপলক্ষে গেল মার্চে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন তিনি।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞার মধ্যে থাকা বাংলাদেশের সাবেক অধিনায়ক করোনাভাইরাস মহামারির পুরোটা সময় পার করেছেন পরিবারের সঙ্গে। স্ত্রী ও দুই কন্যাকে নিয়েই কেটেছে তার সময়।
আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা কাটিয়ে সব ধরণের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সঙ্গেই দ্রুত ক্রিকেটে ফিরতে আগেভাগেই তাই অনুশীলন শুরু করবেন তিনি। তবে নিষিদ্ধ ক্রিকেটার হিসেবে এই সময়ে বিসিবির কোন সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন না সাকিব।
প্রস্তুতির জন্য তাই সাকিব বেছে নিয়েছেন নিজের বেড়ে উঠার প্রতিষ্ঠান বিকেএসপিকে। করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেগেটিভ এলেই সাকিব চলে যাবেন বিকেএসপিতে। সেখানে কোচ নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধায়নে কাজ করার কথা তার।
সাকিবের ক্রিকেটে ফেরার সময়টায় শ্রীলঙ্কায় সফরে থাকবে বাংলাদেশ। প্রাথমিক সূচি অনুযায়ী ২৪ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা দুই দলের প্রথম টেস্ট। শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্ট থেকেই সাকিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা প্রবল।
Comments