লাদাখ সীমান্তে ‘সংঘর্ষে’ ভারতীয় সেনা নিহত
উত্তেজনাপূর্ণ লাদাখ সীমান্তে চীনা সেনাদের শোডাউনে ভারতের স্পেশাল ফোর্সের তিব্বতীয় বংশোউদ্ভূত এক সেনা নিহত হয়েছেন।
তিব্বতের নির্বাসিত সরকারের এক সংসদ সদস্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
সংসদ সদস্য নামঘিয়াল দোলকার লাগিয়ারি বার্তা সংস্থাটিকে বলেন, ‘গত শনিবার রাতে ‘সংঘর্ষে’ ভারতের স্পেশাল ফোর্সের এক তিব্বতীয় বংশোউদ্ভূত এক সেনা নিহত হয়েছেন।
তবে ভারত বা চীন কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
এই সীমান্তেই দুই মাস আগে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সৈন্যের মৃতু হয়।
আরও পড়ুন:
ভারতকে ‘মারাত্মক’ সামরিক ক্ষতির মধ্যে ফেলতে পারে চীন: গ্লোবাল টাইমস
Comments