কুড়িগ্রামে স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ মামলায় কারাগারে ২
কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে বাড়িতে হামলা চালিয়ে পরিবারের লোকজনকে মারধর করে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার আসামিরা কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত প্রধান আসামি সোহেল রানা ও তার বাবা নূর আলমের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে মামলার অপর ৬ আসামিকে জামিন দিয়েছেন আদালত।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার এসআই আনিছুর রহমান জানান, গত ২০ আগস্ট স্কুলছাত্রীর প্রতিবেশী নুর আলমের ছেলে ধর্ষণ মামলায় অভিযুক্ত সোহেল রানা লোকজনসহ লাঠিসোটা নিয়ে প্রকাশ্যে হামলা চালিয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে। পরদিন ২১ আগস্ট ভিকটিমের বাবা সোহেল রানাকে প্রধান আসামি করে ৮ জনের নামসহ ১২ জনের বিরুদ্ধে উলিপুর থানায় একটি অপহরণ মামলা করেন। অপহরণের তিন দিন পর স্কুলছাত্রীকে উলিপুর উপজেলা পরিষদ চত্বর থেকে উদ্ধার করা হয়। কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ আছে।
শিগগির মামলার চার্জশিট আদালতে দেওয়া হবে বলে জানান এসআই আনিছুর রহমান।
স্কুলছাত্রীর বাবা অভিযোগ করেন, পুলিশ চাইলেই মামলার সব আসামিকে গ্রেপ্তার করতে পারতো, কিন্তু পুলিশ সেটি করেনি। ‘আমাদের একটাই দাবি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দিক আদালত।’
ধর্ষণের অভিযোগে নয় মাস আগে গত জানুয়ারিতে সোহেল রানার বিরুদ্ধে উলিপুর থানায় একটি মামলা করেছিলেন স্কুল শিক্ষার্থীর বাবা। ওই মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ।
Comments