প্রদীপের বিরুদ্ধে দুই ভাইকে গুলি করে হত্যার অভিযোগে মামলা
চট্টগ্রামের চন্দনাইশ থেকে দুই ভাইকে ধরে নিয়ে গুলি করে হত্যার অভিযোগে কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ ওই থানার পাঁচ পুলিশ সদস্য ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
নিহত আমিনুল ইসলাম ফারুক ও আজাদুল হক আজাদ এর ছোট বোন রিনা সুলতানা শাহিন আজ বুধবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুন নাহার রুমীর আদালতে এ মামলা করেন।
বাদিপক্ষের আইনজীবী এ এম জিয়া হাবীব আহসান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আদালত অতিরিক্ত পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলেছেন।'
প্রদীপ ছাড়া মামলার অপর অভিযুক্তরা হলেন--টেকনাফ থানার উপপরিদর্শক ইফতেখারুল ইসলাম, কনস্টেবল মাজহারুল, দীন ইসলাম, আমজাদ। এ ছাড়া, মামলায় চন্দনাইশ থানার অজ্ঞাত পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধেও অভিযোগ করা হয়।
রিনা সুলতানা বলেন, 'ওসি প্রদীপের নেতৃত্বে গত ১৩ জুলাই ও ১৫ জুলাই আমার দুই ভাইকে চন্দনাইশ পুলিশের সহায়তায় টেকনাফ থানা পুলিশ ধরে নিয়ে যায়।'
'১৫ জুলাই রাতে পুলিশ আমাদের ফোন করে আট লাখ টাকা দাবি করে। তারা বলে, টাকা দিলে ভাইদের ছেড়ে দেওয়া হবে, নয়তো ক্রসফায়ারে দেওয়া হবে,' যোগ করেন তিনি।
তিনি বলেন, '১৬ জুলাই আমার মাকে ফোন করে কক্সবাজার হাসপাতাল থেকে ভাইদের মরদেহ নিয়ে আসতে বলা হয়।'
মাদক অভিযানের নামে প্রদীপ তাদের হত্যা করে বলে অভিযোগ করেন তিনি।
Comments