বিমান বাহিনাীর হেলিকপ্টারে ঢাকায় করোনা আক্রান্ত ডা. সাইদুজ্জামান
করোনাভাইরাসে আক্রান্ত যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. মো. সাইদুজ্জামানকে বুধবার রাতে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে যশোর থেকে ঢাকায় আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. মো. সাইদুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে জরুরিভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে করে যশোর থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক প্রশাসনকে নিয়মিতভাবে জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা প্রদান করে আসছে। উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে বিমান বাহিনী দেশের যে কোনো এলাকা থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুত সময়ে উন্নত চিকিৎসা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে উক্ত মিশন পরিচালনা করা হয়।
Comments