কোহলিদের প্রশংসা কেন করব না, প্রশ্ন শোয়েবের

ভারতকে অভিনন্দন জানালেন শোয়েব আক্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেটের নানান বিষয় নিয়ে সরব থাকেন শোয়েব আখতার। সাবেক এই পাকিস্তানি পেসার রাখঢাক না রেখেই করেন সমালোচনা। আবার কারো প্রশংসাতেও কার্পণ্য নেই তার। অনেকবারই বিরাট কোহলি ও ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি। শোয়েবের মুখে কোহলিদের প্রশংসা আবার পাকিস্তানি সমর্থকদের পছন্দ নয়। তাদের উদ্দেশে পালটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এই গতিতারকা।

খেলোয়াড়ি জীবনে বেপরোয়া শরীরী ভাষা আর বলের প্রচণ্ড গতির জন্য বিখ্যাত ছিলেন শোয়েব। কূটনৈতিক চালে না গিয়ে বরাবরই মুখে যা এসেছে বলে দেওয়ার ধরন তার।

সম্প্রতি ক্রিকেট পাকিস্তান ওয়েবসাইটে দেওয়া সাক্ষাতকারে শোয়েব এক হাত নিয়েছেন নিজের সমালোচকদের। ভারতীয় ক্রিকেটারদের প্রশংসার প্রসঙ্গে তার ব্যাখ্যা সোজাসাপ্টা,   ‘আমি কেন ভারতীয় ক্রিকেটার এবং কোহলির প্রশংসা করব না? কোহলির কাছাকাছি আসতে পারে এমন খেলোয়াড় কি পাকিস্তান এমনকি সারা বিশ্বে আছে?’

যৌক্তিক কারণ থাকলে ভারতীয়দের প্রশংসা করা দোষের কেন হবে, সেটাই বরং বোধগম্য হচ্ছে না শোয়েবের,  ‘আমি জানি না কেন মানুষ আমার উপর রাগ করে, আমার সমালোচনা করার আগে তাদের পরিসংখ্যান দেখে আসা উচিত। কেবল সে ভারতীয় এজন্য তার প্রতি বিদ্বেষ পুষে রাখবে? এই কারণেই তাকে প্রশংসা করবে না?’

পাকিস্তানের ব্যাটসম্যানদের নিয়ে বরাবরই সমালোচনা করা শোয়েব কোহলি, রোহিত শর্মাদের মানের সঙ্গে তফাৎ করে দেখাতে চান নিজেদের গলদ,

‘এখন পর্যন্ত কোহলি ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরি হয়ে গেছে। এই মুহূর্তে এরচেয়ে বেশি সেঞ্চুরি আর কার আছে? কতগুলা সিরিজ সে জিতেয়েছে ভারতে? আমার কি তাকে প্রশংসা করা উচিত না?’

‘এটা খুবই অদ্ভুত ব্যাপার। আমরা সবাই স্পষ্ট দেখছি সে দুনিয়ার সবচেয়ে বড় ব্যাটসম্যান। সে ও রোহিত শর্মা বরাবর পারফর্ম করে। তাহলে কেন তাদের প্রশংসা করব না।?’

 

 

 

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

46m ago