করোনায় দ্য ডেইলি স্টারের কর্মী শ্যামল বিশ্বাসের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্য ডেইলি স্টারের প্রশাসন বিভাগের সহকারী কর্মকর্তা শ্যামল বিশ্বাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
গত ২০ আগস্ট শ্যামল বিশ্বাসের কোভিড-১৯ শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে ২৩ আগস্ট তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ দুপুর দড়টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকার পোস্তগোলা শ্বশানে দিনের শেষে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
শ্যামল বিশ্বাস ১৯৯৫ সালে দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে যুক্ত হন। নিষ্ঠার সঙ্গে একটানা দীর্ঘ প্রায় ২৫ বছর তিনি কাজ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ডেইলি স্টারের কর্মীরা বাড়িতে থেকেই অফিসের কাজ শুরু করেন। সংবাদ সংশ্লিষ্ট কর্মীরা এখনও এই প্রক্রিয়ায় কাজ করে চলেছেন।
Comments