খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল ৬ মাস

দুর্নীতির মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিতের মেয়াদ শর্ত সাপেক্ষে আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।
khaleda zia
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। স্টার ফাইল ছবি

দুর্নীতির মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিতের মেয়াদ শর্ত সাপেক্ষে আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।

আইনমন্ত্রী আনিসুল হক আজ সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, যে শর্তে খালেদা জিয়া মুক্তি পেয়েছিলেন, সেই শর্ত রেখেই তার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে।

এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না।’

বিএনপি চেয়ারপারসনের কারাদণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে গত ২৫ মার্চ মুক্তি দিয়েছিল সরকার। সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, মানবিক কারণ ও বয়স বিবেচনায় খালেদাকে দুটি শর্তে মুক্তি দেওয়া হয়েছে। তিনি তার ঢাকার বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না।

ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকার এই সিদ্ধান্ত নেয় বলে তখন জানিয়েছিলেন আইনমন্ত্রী।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১১ সালের আগস্টে তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অজ্ঞাত সূত্র থেকে টাকা সংগ্রহের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়া এবং আরও তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তারা হলেন, খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তখনকার একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago