বার্সায় থেকে যাওয়ার প্রশ্নে 'হ্যাঁ' বলেননি মেসির বাবা

ধোঁয়াশা চলছেই। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন নাকি থাকছেন? এ আলোচনাতে ক্ষণে ক্ষণে উঠে আসছে নতুন নতুন সংবাদ। মেসির বাবার সূত্র ধরে নতুন গুঞ্জন ছিল, বার্সেলোনাতেই থাকছেন আর্জেন্টাইন তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম দিপোর্তিভো কুয়াত্রোর দাবী ছিল এমনটাই। কিন্তু সে দাবী উড়িয়ে দিয়েছেন তার বাবা হোর্হে মেসি, যিনি মেসির মুখপাত্রও বটে। এমনটাই দাবী করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনাসের।
jorge messi
ছবি: সংগৃহীত

ধোঁয়াশা চলছেই। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন নাকি থাকছেন? এ আলোচনাতে ক্ষণে ক্ষণে উঠে আসছে নতুন নতুন সংবাদ। মেসির বাবার সূত্র ধরে নতুন গুঞ্জন ছিল, বার্সেলোনাতেই থাকছেন আর্জেন্টাইন তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম দিপোর্তিভো কুয়াত্রোর দাবী ছিল এমনটাই। কিন্তু সে দাবী উড়িয়ে দিয়েছেন তার বাবা হোর্হে মেসি, যিনি মেসির মুখপাত্রও বটে। এমনটাই দাবী করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনাসের।

এর আগে কুয়াত্রোর সংবাদ প্রকাশ করে, মেসির বাবা সঙ্গে কথা হয়েছে তাদের। আলোচনা কেমন হয়েছে জানতে চাইলে বলেছেন, 'ভালো।'

আর বার্সায় থেকে যাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা জানতে চাইলে জবাব দিয়েছেন, 'হ্যাঁ।'

আর কুয়াত্রোর এ সংবাদের কথা কাদেনাসেরের প্রোগ্রাম কুই থি হুগুয়েসে জানানো হয় মেসির বাবাকে। সেখানেই জানান, তিনি হ্যাঁ বলেননি।

তাহলে এমন সংবাদ কেন প্রকাশ করা হলো জানতে চাইলে তিনি বলেন, 'আমি জানি না'

অবশ্য কুয়াত্রোর সংবাদটি অনেকেই বিশ্বাস কারণে ছিলেন দুই আর্জেন্টাইন সাংবাদিক মার্তিন আরেভালো ও সিজার লুইস মার্লোর টুইট। টিওয়াইসির এ সাংবাদিকরাই প্রথম জানিয়েছিলেন ক্লাব ছাড়ার জন্য মেসির বুরোফ্যাক্স পাঠানোর কথা।

টুইটারে আরেভালো লিখেছিলেন, 'আগামীকাল লিওনেল মেসিকে নিয়ে চূড়ান্ত কিছু হতে পারে। দৃশ্যপটে আসতে পারে নতুন কিছু। বিশ্বসেরা ফুটবলারের ২০২১ সালের জুন পর্যন্ত থেকে যাওয়ার নিরেট সম্ভাবনা আছে। চুক্তির মেয়াদ পূর্ণ করবেন তিনি এবং এ মুহূর্তে বিষয়টি নিয়ে তিনি ভাবছেন। নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা তাকে (বার্সায়) থেকে যাওয়ার অনুরোধ করেছেন। মেসি খুব দ্রুতই এর সমাধান করবেন এবং জানাবেন। দেখা যাক কী ঘটে।'

আর লুইস মার্লো দুইটি ভিন্ন টুইটে লিখেছিলেন, 'মেসির বার্সেলোনায় থেকে যাওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। আগামীকাল এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় থেকে যাওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবছেন মেসি। চুক্তির মেয়াদ পূর্ণ করেন যাবেন তিনি।'

আগের দিন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেন মেসির বাবা। তার সঙ্গে ছিলেন মেসির ভাই রদ্রিগো মেসি ও আইনজীবী হোর্হে পেকর্ত। আর সভাপতি বার্তোমেউর সঙ্গে ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বোর্ড সদস্য হ্যাভিয়ের বোর্দাসও।

কিন্তু জানা গেছে, কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় আলোচনা। যদিও কোনো পক্ষই এ নিয়ে মুখ খোলেনি, তবে স্প্যানিশ ও আর্জেন্টাইন গণমাধ্যমের বরাতে উঠে আসছে নানা সংবাদ।

নিজেদের যুক্তি তুলে ধরে আগের সিদ্ধান্তে অনঢ় ছিল দুই পক্ষই। ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়ার ব্যাপারে কথা বলেন মেসির বাবা। আর তাকে ক্লাবে রেখে দেওয়ার কথা জানিয়েছেন বার্তোমেউ। এমনকি নতুন করে আরও ২ বছরের জন্য চুক্তি করতে বলেন। এর বাইরে কেবল ৭০০ মিলিয়ন ইউরো প্রদান করে তবেই মেসি ক্লাব ছাড়তে পারবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

8h ago