ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার চলছে
দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অস্ত্রোপচার শুরু হয়েছে।
রাত ৯টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে তার অস্ত্রোপচার শুরু হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক।
তিনি জানান, রাতে ওয়াহিদার আরেকটি সিটি স্ক্যানে দেখা যায় তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এই কারণেই তাকে রাতেই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশনে অংশ নিচ্ছেন অধ্যাপক ডা. রাজিউল হক, অধ্যাপক ডা. এহসান, অধ্যাপক ডা, জাহিদ, ডা. মাহফুজ ও ডা. আমীর।
এর আগে সন্ধ্যায় চিকিৎসকেরা জানিয়েছিলেন ইউএনওর আঘাত অত্যন্ত গুরুতর। তার মাথার খুলির হাড় ভেঙে মস্তিষ্কে ঢুকে গেছে। সেখানে রক্তক্ষরণ হয়েছে। উনার শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গেছে।
আরও পড়ুন-
ঘোড়াঘাট ইউএনওর বাসভবনে হামলা
‘ইউএনও ওয়াহিদার শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গেছে’
Comments