ডেমরায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর ডেমরার বাশেরপুল এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে জুবায়ের (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
শিশুটিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল পৌনে নয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
শিশুটির মামা মেহেদী হাসান জানান, জুবায়ের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় বাবা মায়ের সঙ্গে থাকত। তার বাবার নাম জয়নাল মিয়াজি। গতকাল তার সঙ্গে ডেমরার বাসায় বেড়াতে আসে জুবায়ের। আজ সকালে এক তলার ছাদে উঠে ঘুড়ি ওড়াতে। তখন অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।’
Comments