আপিল বিভাগের ভার্চুয়াল কোর্ট পরিচালনায় ২টি বেঞ্চ গঠন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল শুনানি ও মামলা নিষ্পত্তির জন্য দুটি পৃথক বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামী রোববার থেকে আপিল বেঞ্চ দুটি কাজ শুরু করবে।
virtual_court-1.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল শুনানি ও মামলা নিষ্পত্তির জন্য দুটি পৃথক বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামী রোববার থেকে আপিল বেঞ্চ দুটি কাজ শুরু করবে।

একটি বেঞ্চের নেতৃত্ব দেবেন প্রধান বিচারপতি। অন্যটির বিচারপতি মুহাম্মদ ইমান আলী। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে।

প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চে আরও আছেন বিচারপতি ফয়েজ সিদ্দিক, বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।

বিচারপতি ইমান আলী নেতৃত্বাধীন বেঞ্চে থাকছেন বিচারপতি মির্জা হুসাইন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি তারিক উল হাকিম।

সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আপিল বিভাগের দুটি বেঞ্চ কাজ শুরু করবে। পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত বেঞ্চ দুটি ভার্চুয়াল কোর্ট পরিচালনা করবে।

Comments