যুবলীগ নেতা জাহাঙ্গীরকে বহিষ্কার
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশে জাহাঙ্গীরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’
তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে, এ হামলার ঘটনায় এক যুবলীগ নেতাসহ তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন ঘোড়াঘাটের কুশিগাড়ি গ্রামের আব্দুল কালামের ছেলে ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, একই উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আসাদুল ইসলাম এবং শিঙ্গরা গ্রামের মাসুদ রানা।
আজ দুপুরে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আটককৃত তিন জনের সবার বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে। জমিদখল, চাঁদাবাজি, মাদক ও মারামারির ঘটনায় বিভিন্ন সময় মামলাগুলো করা হয়।’
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোরে হাকিমপুর উপজেলার কালীগঞ্জ গ্রাম থেকে আসাদুল ইসলামকে এবং ঘোড়াঘাটের কুশিগাড়ি থেকে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।’
‘র্যাব তাদেরকে আটক করে রংপুরে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ ঘটনায় হামলার শিকার ইউএনওর ছোটভাই শেখ ফরিদুল মামলা করেছেন।’
আরও পড়ুন:
‘ইউএনও ওয়াহিদার শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গেছে’
ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার সফল, তবে শঙ্কামুক্ত নন
ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার চলছে
ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে ঘোড়াঘাটের ইউএনও
Comments