১১৫৬টি মোটরসাইকেলকে রাইড শেয়ারিং সেবাদানের অনুমতি

স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ারিং সেবার আওতায় মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
bikes-in-dhaka.jpg
ছবি: পলাশ খান

স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ারিং সেবার আওতায় মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

প্রাথমিকভাবে রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত এক হাজার ১৫৬টি মোটরসাইকেলকে এ অনুমতি দেওয়া হয়েছে।

অনুমতিপ্রাপ্ত মোটরসাইকেলগুলো ডিটিসিএ এলাকা অর্থাৎ ঢাকা মেট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এলাকায় চলাচল করতে পারবে। পূর্বে এ সেবার আওতায় থাকলেও চট্টগ্রামসহ আরও কয়েকটি শহরের জন্য এবার অনুমতি দেওয়া হয়নি।

গতকাল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে তা রাইড শেয়ারিং সেবাদানকারী সবগুলো কোম্পানিকে পাঠানো হয়েছে বলে আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বিআরটিএ’র একজন কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

8h ago