ইউএনওর ওপর হামলার ঘটনায় আরও ১ জন আটক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় আরও একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বিকেলে র্যাব-১৩ (রংপুর) ঘোড়াঘাট এলাকা থেকে নবিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। আটক নবিরুল পেশায় রংমিস্ত্রী।
তবে, র্যাব-১৩ এর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কিছু জানাতে রাজি হননি।
এর আগে, এ ঘটনায় এক যুবলীগ নেতাসহ তিন জনকে আটক করা হয়েছে।
তারা হলেন- ঘোড়াঘাটের যুবলীগ নেতা কুশিগাড়ি গ্রামের জাহাঙ্গীর আলম, একই উপজেলার সাগরপুর গ্রামের আসাদুল ইসলাম ও শিঙ্গরা গ্রামের মাসুদ রানা।
আজ ভোরে জাহাঙ্গীর আলমকে ঘোড়াঘাটের কুশিগাড়ি থেকে, আসাদুল ইসলামকে হাকিমপুর উপজেলার কালীগঞ্জ গ্রাম থেকে এবং গতকাল রাত সাড়ে ১০টার দিকে মাসুদ রানাকে আটক করা হয়।
আরও পড়ুন:
Comments