দ্য ডেইলি স্টারসহ ৯২ পত্রিকার পোর্টালকে নিবন্ধনের প্রাথমিক অনুমতি

Information_Ministry.jpg

দ্য ডেইলি স্টারসহ ৯২টি পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য অনুমতি দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

নিবন্ধনের অনুমতি পাওয়া পত্রিকাগুলোর মধ্যে ঢাকার ৫৭টি, চট্টগ্রামের ১০টি, ময়মনসিংহের দুটি, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালের প্রতিটিতে চারটি করে এবং সিলেটে সাতটি পত্রিকা রয়েছে ।

প্রজ্ঞাপনে বলা হয়, অনলাইন নিউজপোর্টালগুলোর নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই ৯২টি পত্রিকার অনলাইন পোর্টালকে (পত্রিকার অনলাইন সংস্করণ) প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো।

যে সব নিউজ পোর্টালের নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে, তাদের সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত ফি জমা দিয়ে প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে।

গত ১ সেপ্টেম্বর তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে দেশের জাতীয় দৈনিকের সম্পাদকদের প্ল্যাটফর্ম সম্পাদক পরিষদের বৈঠকের দুই দিনের মধ্যে এই প্রজ্ঞাপন জারি করা হলো।

বৈঠকে সম্পাদক পরিষদ অনলাইন পোর্টালের নিবন্ধনের জন্য সরকারকে অনতিবিলম্বে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিল।

সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন যে, অগ্রাধিকার ভিত্তিতে সংবাদপত্রের অনলাইন সংস্করণের নিবন্ধনের ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ৩১ জুলাই ৪৪টি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদপত্রের ওয়েবসাইট নিবন্ধনের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে সেই আদেশ সংশোধন করে সংবাদপত্রের ওয়েবসাইটগুলো বাদ দিয়ে ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।

Comments

The Daily Star  | English

Gopalganj curfew to remain in effect until 6am tomorrow

The announcement was made today by Gopalganj Deputy Commissioner (DC) Muhammad Kamruzzaman

2h ago