এবার লা লিগাকে মেসির বাবার চিঠি
আগেই জানা গিয়েছিল আনুষ্ঠানিকভাবে আজ নিজের অবস্থান জানাবেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। সে অনুযায়ী আজ এ তারকার অবস্থান জানিয়েছেন তার মুখপাত্র ও বাবা হোর্হে মেসি। মেসির রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো নয় এবং ফ্রি ট্রান্সফারে দল ছাড়তে পারবেন বলে এবার লা লিগা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন তিনি।
বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর দাবী অনুযায়ী, বার্সেলোনা ছাড়তে হলে রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো দিয়েই যেতে হবে মেসিকে। যে কারণে দুই দিন আগেই তাই কোনো সমাধান ছাড়াই শেষ হয় বার্সা কর্তৃপক্ষ ও মেসি বাবার মধ্যকার আলোচনা। তাতে নিজেদের অবস্থানে অনড় ছিলেন দুই পক্ষই। তবে সমাধান চাইতে লা লিগা সভাপতি হ্যাভিয়ার তেবাস বরাবর চিঠি দিয়েছেন মেসির বাবা।
কেন মেসি বিনা রিলিজ ক্লজে দল ছাড়তে পারবেন সে ধারা উল্লেখ করে তেবাসকে এ চিঠি দিয়েছেন মেসির বাবা। মেসির পরামর্শক এবং আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
মেসির সঙ্গে ২০১৭ সালে করা চুক্তিপত্রের একটি ভুলকে তুলে ধরা হয় চিঠিতে। সেখানে বলা হয় পূর্ববর্তী ধারা ৮.২.৩.৫ এ ক্ষেত্রে প্রযোজ্য হবে বা। আর কেন হবে না তার যুক্তিও তুলে ধরেন তারা। যুক্তি অনুযায়ী সেখানে উল্লেখ রয়েছে যে শেষ বছরের মেসির চাইলেই চুক্তি বাতিল করতে পারবেন। সেক্ষেত্রে তাকে কোনো রিলিজ ক্লজ প্রদান করতে হবে না। তাই ৭০০ মিলিয়ন ইউরো দেওয়ার কোনো প্রশ্নই আসে না বলে জানান তারা।
চিঠিতে তারা লিখেছে 'আমরা জানি না লা লিগা কোন চুক্তি বিশ্লেষণ করেছে। আর কিসের ওপর ভিত্তি করেই বা তারা চুক্তি বাতিলের ক্লজের বিষয়টি সামনে এনেছে যে, কোনো খেলোয়াড় এককভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে ওই ক্লজ প্রযোজ্য হবে। ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের বিষয়ে লা লিগার বক্তব্য ভুল।'
এর আগে লা লিগা কর্তৃপক্ষ বার্সেলোনা কর্তৃপক্ষের সমর্থন দেয়। সেখানে তারাও জানিয়েছিল মেসিকে দল ছাড়তে হলে ৭০০ মিলিয়ন ইউরো দিয়েই ছাড়তে হবে। তাতেই বলবৎ আছে জানিয়ে পাল্টা বিবৃতিতে দিয়েছে তারা, 'লা লিগা ৩০ আগস্ট প্রকাশিত বিবৃতির কথাই পুনর্ব্যক্ত করছে। মেসির চুক্তিতে বাই-আউট ক্লজের বিষয়টি এখনো কার্যকর রয়েছে।'
গত মঙ্গলবার বুরোফ্যাক্স বার্তায় বার্সেলোনা ছাড়তে চাওয়ার কথা ক্লাবকে জানিয়ে দেন মেসি। তখন থেকেই আসে নানা গুঞ্জন। তখন থেকেই বিষয়টি ক্রমেই ঘোলা হচ্ছে। আগের দিন আলোচনাতেও কোনো সিদ্ধান্ত আসেনি। ঝুলে আছে মেসির ভবিষ্যৎ। এখন ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন চূড়ান্ত রায় জানার জন্য।
Comments