নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭, আশঙ্কাজনক অনেকে

Narayanganj.jpg
নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে ‘গ্যাসের লাইন’ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: স্টার

নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে ‘গ্যাসের লাইন’ থেকে বিস্ফোরণে অন্তত ৩৭ জন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় দগ্ধ ৩৭ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন।

আজ শুক্রবার রাতে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ইনস্টিটিউটে ভর্তি হওয়া ৩৭ জনের মধ্যে অনেকের শরীর বেশি পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

Narayanganj-2.jpg
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে এ পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। ছবি: স্টার

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন চলে গেছে। ওই গ্যাসের লাইনের ত্রুটি থাকায় বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।’

এলাকাবাসীর বরাত দিয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোর্শেদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাত পৌনে ৯টার দিকে বিকট শব্দে মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে। এসময় মসজিদের ভেতরে থাকা ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

20m ago