গোমতী নদী দিয়ে প্রথমবারের মতো সিমেন্ট গেল ভারতে
কুমিল্লার গোমতী নদী দিয়ে প্রথমবারের মতো ভারতের ত্রিপুরায় রপ্তানি হলো পণ্য। আজ শনিবার পরীক্ষামূলকভাবে গোমতী নদীপথে বাংলাদেশ থেকে ত্রিপুরার সোনামুড়ায় ১০ মেট্রিক টন সিমেন্ট পাঠানো হয়েছে।
আজ কুমিল্লার বিবির বাজার বন্দরে এই কার্যক্রমের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী।
এখন থেকে গোমতী নদীপথে কুমিল্লার দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি হবে।
ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস জানান, বাংলাদেশ ও ভারতের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। সাধারণত দু’দেশের মধ্যে ট্রাকে পণ্য আমদানি-রপ্তানি করা হয়। নৌপথ চালু হলে, তা হবে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। করোনা মহামারিতেও দু’দেশেরে মধ্যে বাণিজ্যিক সংযোগ অব্যাহত আছে।
পরে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে এই চালান গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বিবির বাজার স্থলবন্দর দিয়ে সোনামুড়ার উদ্দেশে যাত্রা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার ডিসি আবুল ফজল মীরসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।
Comments