মসজিদ কমিটির সচেতনতার মারাত্মক অভাব ছিল: মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন ছিল। এটা আগেই মেরামতের উচিত ছিল। মসজিদ কমিটির সচেতনতার মারাত্মক অভাব ছিল। তারা সচেতন হলে এ দুর্ঘটনা হতো না।
Mayor Ivy.jpg
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: স্টার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন ছিল। এটা আগেই মেরামতের উচিত ছিল। মসজিদ কমিটির সচেতনতার মারাত্মক অভাব ছিল। তারা সচেতন হলে এ দুর্ঘটনা হতো না।

আজ শনিবার বিকালে সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আইভী বিস্ফোরণের ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

মসজিদের সামনে বেহাল রাস্তা সম্পর্কে মেয়র আইভী বলেন, ‘সড়কটি আমাদের নয়। এটি ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত। কিন্তু এর আগেও নাগরিক সুবিধার্থে আমরা সংস্কার করে দিয়েছিলাম। এবারও করে দেব। ইতোমধ্যে টেন্ডার হয়ে গেছে।’

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম মিনু, কাউন্সিলর জমশের আলী ঝন্টু ও কবির হোসাইন।

গতকাল রাতে বাইতুস সালাত জামে মসজিদে গ্যাস বিস্ফোরণে ৩৯ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত ২০ জন মারা যান।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

5h ago