এমবাপের গোলে জিতল ফ্রান্স

Kylian Mbappe
ছবি: রয়টার্স

ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে পেয়েছিল সুইডেন। নেশন্স লিগে তাদের রুখে দেওয়ার সুযোগও পেয়েছিল তারা। কিন্তু কিলিয়ান এমবাপের একমাত্র গোলে শেষ পর্যন্ত জিতেই শুরু করেছে ফরাসীরা।

শনিবার স্টকহোমে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে সুইডেনকে ১-০ গোলে হারায় নামেভারে অনেকখানি এগিয়ে থাকা ফ্রান্স।

শুরু থেকেই ম্যাচটা এগুচ্ছিল ঢিমেতালে। কোন দলই তেমন বড় কোন সুযোগ তৈরি করতে পারছিল না। এলোমেলো ফুটবল বিরক্তিই তৈরি করেছে বেশিরভাগ সময়। ২০ মিনিটের সময় গোলরক্ষককে কাটিয়েও জালের প্রতিপক্ষের ডিফেন্সে বাধা পান মার্কাস বার্গ।

ম্যাচের ৪১ মিনিটে গেরো খুলেন এমবাপে। বক্সের বা দিক থেকে জাদুকরী পায়ের মুন্সিয়ানায় দুজনকে কাটিয়ে কোনাকুনি শটে জালে পাঠিয়ে দেন বল।

ওই গোলেই হয়েছে ম্যাচের ফরসালা। শেষ মুহূর্তে আরেক গোলের সুযোগ এসেছিল দিদিয়ের দেশমের দলের সামনে। কিন্তু পেনাল্টি থেকে গোল করার সুযোগ হারান পুরো ম্যাচে নিষ্প্রভ আঁতোয়ান গ্রিজম্যান।

বাকি ম্যাচগুলোর ফল

---------------------------------

‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে আইসল্যান্ডকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে কোনরকমে পার পেয়েছে ইংল্যান্ড। ডেনমার্ককে নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়াম।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago