গাজীপুরে বিষপানে মা ও ছেলের মৃত্যুর অভিযোগ
গাজীপুরের কাপাসিয়ায় বিষপানে মা ও ছেলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী রাজিয়া খাতুন (৫০) এবং ছেলে সজীব (১৭)।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে শনিবার রাতে রাজিয়া খাতুন ও ছেলে সজীব বিষপান করেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে সজীবের মৃত্যু হয়। পরে রাজিয়া খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় তদন্ত চলছে।
Comments