বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াডে ৬ নতুন মুখ
বাংলাদেশের বিপক্ষে তিন টেস্ট ম্যাচের সিরিজের জন্য ২৩ জনের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা। তাতে জায়গা পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ৬ তরুণ।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে স্কোয়াড না এখনো ঘোষণা না করলেও দেশটির কয়েকটি গণমাধ্যমে এসেছে ২৩ জনের নাম। সম্প্রতি শেষ হওয়া দীর্ঘ পরিসরের প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে পারফর্ম করে নির্বাচকদের নজরে এসেছেন বেশ কয়েকজন।
নবাগতদের মধ্যে প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন লাহিরু উদারা, দাবিন্দু তিলেকারত্নে, সন্তুষ গুনাথিলেকা, মিনোদ ভানুকা, ওয়াইন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস। এরমধ্যে লেগ স্পিনার হাসারাঙ্গা ও দুই হাতেই বল করতে পটু কামিন্দু মেন্ডিস খেলে ফেলেছেন সীমিত ওভারের ক্রিকেট। বাকি চারজনই আন্তর্জাতিক ক্রিকেটে একবারেই আনকোরা।
তিন টেস্টের সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশের। নির্দিষ্ট কোয়ারেন্টিন পালন করে কলম্বোতে অনুশীলন করবে বাংলাদেশ দল। জাতীয় দলের সঙ্গে সফরকরা এইচপি দলের সঙ্গে ভাগ হয়ে মুশফিকুর রহিমরা খেলবেন প্রস্তুতি ম্যাচ।
২৪ অক্টোবর ক্যান্ডিতে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। একই ভেন্যুতে হবে দ্বিতীয় টেস্টও। কলম্বোতে শেষ টেস্ট খেলে নভেম্বরের মাঝামাঝি দেশে ফেরার কথা বাংলাদেশ দলের।
সিরিজের চূড়ান্ত সূচি এখনো প্রকাশ করেনি আয়োজন লঙ্কান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রাথমিক দল: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাডা ফার্নান্দো, লাহিরু উদারা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, নিরোশান ডিকভেলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, সান্তুষ গুনাতিলকা, কামিন্ডু মেন্ডিস, ধনিঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সান্দাকান, লাসিথ এমবুলদেনিয়া, দুভিন্দু তিলকারত্নে, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিতা, আসিতা ফার্নান্দো।
Comments