নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত সবার প্রত্যেকের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার দুপুরে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বিচারপতি জেবিএম ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চে রিট আবেদন করেন। আদালত সোমবার শুনানির দিন ধার্য করেছেন।
তৈমূর আলম খন্দকার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় হতাহত প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রিট করেছি। সোমবার শুনানি হবে। আমরা আশা করি আদালত আমাদের আবেদন শুনবেন। কারণ এটা মানবসৃষ্ট একটি দুর্ঘটনা। গাফিলতির কারণেই এ বিস্ফোরণ থেকে এতগুলো মানুষ হতাহত হয়েছে। এই ঘটনার জন্য দায়ী সংশ্লিষ্ট বিভাগ।
তিনি আরও বলেন, এজন্য ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার এবং তিতাস, বিদ্যুৎসহ সংশ্লিষ্ট বিভাগের নিয়মিত তদারকির জন্য নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
উল্লেখ্য, গত শুক্রবার রাত পৌনে ৯টায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৯ জন দগ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ২টা পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments