রাজশাহীর ইউএনওদের নিরাপত্তায় আনসার নিয়োগ
রাজশাহী বিভাগের প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তায় আজ থেকে চার জন করে সশস্ত্র আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।
রাজশাহী রেঞ্জ আনসার ও ভিডিপির পরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আগামীতে ইউএনওদের নিরাপত্তাকর্মীর সংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনা আছে।’
তিনি আরও বলেন, ‘গত শুক্রবার থেকে রাজশাহীর ৬৭ উপজেলায় আনসার ও ভিডিপির কমপক্ষে ২৬৮ জন সশস্ত্র সদস্য মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়। আর আজ এই প্রক্রিয়া শেষ হয়েছে।’
মোতায়েন করা আনসার সদস্যরা মূলত ইউএনওদের আবাসিকভবন পাহারা দিবেন এবং ইউএনও যেখানে যাবেন তাকে অনুসরণ করবেন।’
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে রাজশাহী রেঞ্জ আনসারকে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
‘ইউএনওরা দীর্ঘদিন ধরে অনেক বিষয় নিয়ে তাদের আবাসস্থল এবং অফিসে নিরাপত্তার দাবি জানিয়ে আসছিল। দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,’ যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা সংখ্যা বৃদ্ধির প্রস্তুতি নিতে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে মৌখিক নির্দেশনা পেয়েছি। যখন অতিরিক্ত বাহিনী মোতায়েন হবে, তখন ইউএনওর অফিস এবং আবাসে পৃথক পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’
রাজশাহীতে শনিবার সকাল থেকে চার জন সশস্ত্র আনসার সদস্যকে তানোর উপজেলার ইউএনওর বাসভবন পাহারা দিতে দেখা গেছে।
রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল সাংবাদিকদের জানান, জেলার নয়টি ইউএনও তাদের আবাসে নিরাপত্তা ব্যবস্থা পেয়েছেন।
Comments