ইউএনও’র ওপর হামলার প্রধান আসামি আসাদুলের ৭ দিনের রিমান্ড
দিনাজপুরে ইউএনও’র ওপর হামলার প্রধান আসামি আসাদুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঘোড়াঘাট আমলী আদালত-৭ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরকার এ রিমান্ড আদেশ দেন।
এর আগে বিকেল সাড়ে চারটায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ও মামলা তদন্ত কর্মকর্তা ইমাম জাফর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসাদুলকে হাজির করেন। এ সময় তিনি আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল অপর দুই আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসাদুল অসুস্থ থাকায় তাকে আজ আদালতে হাজির করা হয়।
গত বৃহস্পতিবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হন ইউএনও ওয়াহিদা খানম। পরে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার করা হয়। তবে, এখানো তিনি শঙ্কামুক্ত নন।
আরও পড়ুন:
Comments