করোনা পরীক্ষা করিয়ে ফিরবে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন

রোববার বিসিবি জানিয়েছে, সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে সোমবার জাতীয় দলের খেলোয়াড় ও সম্ভাব্যদের নমুনা সংগ্রহ করা হবে
Mahmudullah

কয়েকজন সাপোর্ট স্টাফের উপসর্গ দেখা দেওয়া ও এক ট্রেনারের করোনাভাইরাসে আক্রান্তে পর মিরপুরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন বন্ধ করা হয়েছিল। এবার ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করিয়ে ফলাফলের ভিত্তিতে শুরু হবে সেই অনুশীলন।

এমনিতে শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় দল ও এইচপি দলের ক্রিকেটারদের তিন দফা করোনা পরীক্ষা করার কথা আছে। কিন্তু মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন চলাকালীন সংক্রমণ ভীতি তৈরি হওয়ায় পরীক্ষার সংখ্যা বেড়েছে।

রোববার বিসিবি জানিয়েছে, সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে সোমবার জাতীয় দলের খেলোয়াড় ও সম্ভাব্যদের নমুনা সংগ্রহ করা হবে।

করোনা পরীক্ষায় নেগেটিভ আসা ক্রিকেটারদের নিয়ে ৯ সেপ্টেম্বর থেকে মিরপুরে ফের শুরু হবে ব্যক্তিগত অনুশীলন। গত ঈদুল আযহার আগে থেকে মুশফিকুর রহিমসহ কয়েকজন ক্রিকেটার শুরু করেন এই অনুশীলন। ঈদের ছুটির পর তাতে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাসসহ শীর্ষ ক্রিকেটাররা। একই সঙ্গে সিলেট, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতেও অনুশীলন করছেন ক্রিকেটাররা।

চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। এই সফর ঠিকভাবে সম্পন্ন করতে বাড়তি সতর্ক বিসিবি। শ্রীলঙ্কা যাওয়ার আগে আরও তিনবার করোনা পরীক্ষায় যেতে হবে ক্রিকেটারদের।

অক্টোবরের ২৪ তারিখ থেকে লঙ্কানদের সঙ্গে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরুর কথা।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now