ম্যানসিটির মাহরেজ-লাপোর্ত করোনায় আক্রান্ত
কদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার্সের বেশ কিছু খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ বলে জানা গেছে। এবার তালিকাটা আরও লম্বা হয়েছে। মিডফিল্ডার রিয়াদ মাহরেজ ও ডিফেন্ডার এমেরিক লাপোর্ত কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন বলে জানিয়েছে ম্যানচেস্টার সিটি।
সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি, 'ম্যানচেস্টার সিটি নিশ্চিত করছে রিয়াদ মাহরেজ ও এমেরিক লাপোর্তের কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ ফলাফল এসেছে। প্রিমিয়ার লিগ ও ইউকে সরকারের নিয়ম অনুযায়ী, দুই খেলোয়াড়ই এখন সেলফ-আইসোলেশনে আছেন। আক্রান্তদের শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি।'
২৯ বছর বয়সী মাহরেজ ও ১৬ বছর বয়সী লাপোর্ত আক্রান্ত হওয়ার সপ্তাহ খানেক আগে ম্যানইউ তারকা পল পগবা পজিটিভ হয়েছে বলে জানা গিয়েছিল। টটেনহ্যাম হটস্পার্স মিডফিল্ডার টাঙ্গায় এনডোম্বেলেও আক্রান্ত হয়েছেন। এছাড়া চেলসিতে আক্রান্ত হয়েছেন ছয় খেলোয়াড়। ম্যাসন মাউন্ট, টমি আব্রাহাম, ক্রিস্তিয়ান পুলিসিক, ফিকায়ো টোমোরির মতো খেলোয়াড় রয়েছেন এ তালিকায়।
আগামী ১২ সেপ্টেম্বর শুরু হবে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের আসর। তবে প্রথম গেমইউকে ম্যাচ নেই তাদের। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলায় বাড়তি এক সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে তাদের। আগামী ২১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে নামবে দলটি।
Comments