বগুড়ায় বজ্রপাতে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
বগুড়ার সোনাতলা উপজেলায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন।
আজ সোমবার উপজেলার বুড়ারদহ বিল ও মাটিওয়ালির বিলে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃত ব্যক্তিরা হলেন- উপজেলার মধুপুর গ্রামের সিদ্দিক হোসেন (৩২) ও তার ছেলে সিয়াম হোসেন (১০) ও কাতালাহার গ্রামের সুমন চন্দ রায় (১৬)। আহত হয়েছেন নিহত সুমনের প্রতিবেশী সন্তোষ চন্দ রায় (৪০)। সন্তোষ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন বলে পুলিশ জানিয়েছে।
সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কাতলাহার গ্রামের সুমন ও সন্তোষ আজ সকালে বুড়ারদহ বিলে মাছ ধরছিল। সাড়ে ৮টার দিকে বজ্রপাতে সুমন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা সন্তোষকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
অন্যদিকে, আজ দুপুর ১২টার দিকে যখন ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল, মধুপুর গ্রামের সিদ্দিক ও তার ছেলে সিয়াম মাটিওয়ালির বিলে তখন মাছ ধরছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়।
নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জাহিদ হোসেন।
Comments